নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা জয় বাংলা বাজার,চৌরঙ্গী বাজার,পান্টি বাজার ,এবং চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মাদক ব্যবসার কারণে এলাকাবাসীরা অতিষ্ঠ , এলাকাবাসীরা জানান দীর্ঘদিন যাবত এসব এলাকায় মাদক ব্যবসা গড়ে উঠছে এই মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এলাকায় পরিবেশ নষ্ট হচ্ছে ও মাদক চোরা চালান, দিন দিন বেড়েই চলছে এগুলো নির্মূল করার জন্য আমরা সব সময় ঐক্যবোধ হয়ে আছি আমি সজীব ও রাশেদ,আনিস,কালাম এলাকার আরো অনেকেই প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এই সব মাদক ব্যবসাইকদের অতি দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করবেন, এই মাদক ব্যবসার সাথে যারা জড়িত আছে তারা হলো মো : মামুন হোসেন পিতা মোহাম্মদ আছির উদ্দিন কট স্বামী স্ত্রীর উভয় মো : আজাদ ও পারভিন খাতুন ,সহ আরো অনেকে